শুকনো ফুলের সুবাসে মায়াবীনী মন মাতে না
মেতেছে উজান তলীর উতলা গাঙে
যেথায় ঢেউ ভাঙে সারা বরষা জুড়ে
যখন আসে ঘুরে ঘুরে ফিরে ফিরে-
আমি তাহার কথা বলিনি, যে পারিনি
আগলে রাখতে বসন্তের জলন্ত ফাগুনে
অবশ স্মৃতির বিবশ ছাঁয়ায় ক্লান্ত পথিক-
সেই উৎসাহহীন দ্যোদুল ভাবনায়
নিজেকে আত্মহারা কিরিনি।
আমি ফিরে দেখেছি! চোখ বুজে নিশীথের ঘরকোণে
সেই শব্দ কানে আসিনি-
যা সন্ধ্যা প্রদীপে মিশে আছে গোধূলীর কালে-
শুকিয়ে গেছে ফুলগুলির সব পাঁপড়ী
আর মেঘে ঢেকেছে আকাশ
বিভাবরী নিশ্চুপ ঘুমের দেশে চাতকের চাহনি।
exclusivepoem2013.blogspot.com