Tuesday, February 4, 2025

Amito Bolini Kisu- আমি‌তো ব‌লি‌নি কিছু

 

যা দে‌খে‌ছি, তা ভা‌বি‌নি
        ভে‌বেছি অন‌্যরকম, অন‌্য কিছু।
রজনীগন্ধা না‌কি গোলাপ
        বল‌লে-বল‌বে, এ আমার প্রলাপ
তাই ছুট‌বো না মৌমা‌ছির পিছু
গোলাপই ভা‌লো- আমি ভুল ক‌রি‌নি।

আকা‌শের চাঁদ, অর্ধরাত
         যার ঘুম হারায়, তার কারণ তু‌মি।
চে‌য়ে চে‌য়ে দে‌খে, মৃদু হা‌সির ফাঁ‌কে
                 না-বলা কথা আঁ‌কে
           আমি অধম, এক টুক‌রো ভূ‌মি।
তোমা‌কে লু‌কি‌য়ে থাক‌তে ব‌লি‌নি।

দেখো! বিহ‌গের কূজন
          নিদ্রায় চ‌কিত স্বপন
কেমন আপন ক‌রে‌ছে তরুলতা।
অ‌ভিমা‌নের সু‌রে, ঘু‌রে ঘু‌রে
            ভুল ক‌রে চ‌লে‌ছে-‌যে ভ্রম‌রের মন,
আমি তার ছ‌বি এঁ‌কে‌ছি স‌বিতা।
আমি‌তো আবারও বল‌ছি, কিছু ব‌লি‌নি।

০৪/০২/২০২৫






Last 7 Days!