Tuesday, December 31, 2013
Akta Mon ( একটা মন )
আমি যখন তোমার পাশে থাকবো ভেবেছিলাম
তখন তুমি অন্য কাউকে ভাবতে;
তাই নির্ঘুম কাটতো রজনী।
একটু ভালবাসা
আমাকে সর্বদা নিয়ে গেছে
তোমার আকাশচুম্বী প্রাসাদে।
তবু তুমি ধরা দাওনি ভালবাসার টানে।
আর কতো অপেক্ষা,
আর কতো পরীক্ষা
আমার জন্য ওত পেতে আছে?
হ্যাঁ, সময় এসেছে তোমার,
তাই খুঁজেছ পুরানো ঠিকানায়।
কিন্তু সেই ঠিকানা তো বিক্রি হয়ে গেছে
দেনার দায়ে!
আমি ঠিকানাবিহীন পথের সন্ন্যাসী,
কোন অবশিষ্ট্ অংশ নেই-
আছে শুধু একটা মন
এই বুকের ভিতর।
Friday, December 27, 2013
Akta Sopno ( একটা স্বপ্ন )
একটা স্বপ্ন
রাতের ঘুমকে তাড়া করে ফেরে।
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;
ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে।
স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়।
এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"।
স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার।
রাতের ঘুমকে তাড়া করে ফেরে।
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;
ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে।
স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়।
এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"।
স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার।
Andho Prem ( অন্ধ প্রেম )
আমি অন্ধ
কিছুটা শিরির মতো,
আবার কিছুটা মজনুর মতো
ভালবাসায়-
যখন তুমি পাশে থাকো
আমার হৃদয়ে ঢেউ ওঠে
সীমাহীন প্রেমের অসীম সাগরে।
শুধু তোমার জন্য-
কারো পানে চাইলে তুমি-ভেবে
ডেকে ভুল করি,
কাছে আসতে চাই।
কিন্তু না, পারি না!
তুমি ছাড়া সব-ই মায়া আর ভ্রম।
তোমার চাহনি- বরই পাতা,
ঠোঁঠ- শিমুল-পলাশ
আর হাসি- সোনা-রোদ্দুর কদম ফুলের মতো।
তাই তাদের দিকে চাইতে পারি না,
তুমি ছাড়া কাউকে ভাবতে পারি না।
তুমি শুধু আমার স্বর্গরানী অপ্সরা
জোছোনার আলো।
Monday, December 23, 2013
A Kemon Valobasa ( এ কেমন ভালবাসা )
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি,
মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি,
আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু,
শুকনো মরুর নিরস বালুতে জলের সন্ধান করেছি,
কোন অধিকার নেই কি কাছে আসার?
আমি হেয়ালির বিষন্ন বস্তু,
আমি উপহাসের বিলাস সামগ্রী-
ঐ হৃদয়কে স্পর্শ করতে পারিনি কখনো।
তবে- কোন একদিন বলেছিলে,
পথিক, তোমার বাড়ি কোথায়?
ভুলিনি-
শীতের কুয়াশায় মেঠপথ পাড়ি দেওয়া,
বর্ষার কাদাজলে কদম,
চৈত্রের দুপুরে আমের মুকুল
সবই এনেছি তোমার জন্য;
কিন্তু এ-মনের ভাষা বুঝেও না বোঝার ভান করেছ।
কখনো আমার অভাবে কাঁদনি,
কখনো আমায় মন থেকে ডাকোনি।
তোমার ভাবনার দুয়ারে আমার ছবি ভেসে ওঠেনি
আসতে পারিনি তোমার স্মৃতির পাতায়, স্বপ্ন গুলোতে।
এই অজানা পৃথিবীর রিক্ত মানুষটি
এখনো খুঁজে চলেছে ভালবাসার পথ।
Sunday, December 22, 2013
Vul Vangba ( ভুল ভাঙ্গবে )
অনেক আশা নিয়ে রাত জেগেছি
কওনি কথা,
নীরবে রয়ে গেলে একাকী-
কেমন তোমার ভালবাসা
বুঝিনা আমি এই ব্যথাতুর হৃদয়ে?
কি তোমার চাওয়া পাওয়া
তাও বুঝি না আমি।
শুধু তোমাকে চাই এ-মনের গভীরে-
উষ্ণতা আর আদরে আদরে
তুমি সুন্দর, তুমি নিত্য।
আমার বেদনার সুরে
তোমার সঙ্গিতের মুর্ছনা,
পাখির গান-
উপর থেকে ঝরে পড়া ঝর্ণা
পড়েছে নদীতে
আর নদী চলেছে সাগরে।
শুধু তুমি ছুটে চলেছো পিছনে
অহংকারের লাল গোলাপ হাতে পেয়ে।
সকাল হলে দেখো!
তোমার ভুল ভাঙবে ঠিকই।
Ami Tomar ( আমি তোমার )
আমার হাতে অনেক শিউলি
তোমায় দেব বলে
বাগান থেকে কুড়িয়ে এনেছি
নীরবে দু'পা ফেলে।
তুমি কি একেলা?
স্বর্ণালী, শেফালি
বনলতা, সেজুতি
ওরা কি আসেনি খেলতে?
নিয়ে নাও হাত পেতে
এই কটি বাদাম সাথে-
খোঁপায় গুঁজে নাও ফুল।
ফিরে যাব,
বকুল রয়েছে অপেক্ষায়
সবুজ পাতার শাখায় শাখায়-
আমায় ডেকো না!
আমায় ছুঁয়ো না!
আমিতো রয়েছি তোমার
যতো দূরে যাইনা কেন চলে।
Subscribe to:
Posts (Atom)
Last 7 Days!
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
নিবেদন আমি তোমায় খুঁজেছি পাহাড়ি সমতলে, মরুর তপ্ত বালুতে, সিন্ধু-সিংহলে, সঙ্গিতে, জ্বলজ্বল করা নক্ষত্রের মাঝে অসংখ্য প্রদীপ জ্বেলে সাঁঝ...
-
মন চাইছে বৃষ্টিতে ভেজা কদম, সৌন্দয্য ঘেরা প্রকৃতি- তোমার স্পর্শ মিশে থাকে হাজার রেনুতে; অনাকাঙ্খিত বার্ত...
-
আমার সেইদিন তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো ? আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে- শুধু ভুলিনি তুমি যা আমাকে ...
-
প্রিয়তমা আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে- তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে। স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে আমায় নিয়ে যায় রবির আলো, ...
-
তোমায় হারাতে দেব না কত সাধনায় পেয়েছি যাকে তাকে হারাতে চাই না রাজ্য পেলেও; মমতাজই হোক আর সাজাহান হোক আমিও কম নই কিছুতে- আমারও জমিন আছে...
-
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি, আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু, শুকনো মরুর নিরস বালু...
-
তিনি এ যুগের কবি লিখেছেন সরলতার দৃষ্টি দিয়ে - যা অচেনা ভূমির অসংখ্য ফসলে মিশে আছে তোমাদের স্মৃতির পোশাকে। সে ভীত-কম্পিত হাতে ...
-
নারি জীবনের প্রত্যাশিত সানাইয়ের সুুর বেজে উঠবে কোন এক মধুর রজনীতে। চারিদিকে সাজ সাজ রবে হিড়িক পড়ে যাবে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ...
-
কেমন ভালবাসা আমি ভালবাসি, কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি- আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু...