একটা স্বপ্ন
রাতের ঘুমকে তাড়া করে ফেরে।
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;
ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে।
স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়।
এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"।
স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার।
রাতের ঘুমকে তাড়া করে ফেরে।
কুয়াশার আবছা
কখনো ঘন অন্ধকার এই রাত
সেই স্বপ্নটাকে উষ্কে দেয়;
ঘুমহীন দু'টি চোখের পাতায়
জুড়ে বসে এক শান্ত ঝিরি ঝিরি
শীতল হাওয়া-
একটু আদর পেলেই
ঘুমিয়ে পড়ে মিনি শিয়রে
এক অদ্ভুত আবেসে।
স্বপ্নটা যেন বিরতিহীন
ঘুরে ফিরে দরজায় টোকা দিয়ে যায়।
এই স্বপ্ন শুধু-
একটি কথা বলে,
"কে আসবে জীবনে"।
স্তব্ধ হয়ে আসে রাত
তবুও ঘুম নেই
একটা স্বপ্ন তাড়া করে ফেরে বারেবার।
wow so good
ReplyDeleteনতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz