Tuesday, January 31, 2017
Friday, January 27, 2017
Kirtiman - কীর্তিমান
ধানের শীষ মাথা নোয়ায় তোমার চরণযুগলে
এ-সোনার বাংলায় তোমার স্মৃতি জাগলে।
প্রত্যহ আত্ম-তৃপ্তি হয় মনের আড়ালে
তুমি সুখ, প্রাপ্তির উচ্চ শিখরে জড়ালে।
উত্তাল সমুদ্র, জ্ঞান ভান্ডার তুমি মস্তকে করো ধারণ
বটবৃক্ষ ছায়াসম অন্তরে আমায় করেছো বরণ,
আমি কৃতজ্ঞচিত্তে তোমার সম্পদ করিতেছি লালন
দূর দূরান্তে এ-আত্মা খুঁজে ফেরে, হে! মাইকেল মধুসুদন।
আশার ধ্বণিতে অন্ধকার হারায়-
তুমি অবিনাশী অমর- দুঃখ ঘোচালে,
বাংলার হৃদয়ে নিগুঢ় আদরে
নির্ঘুম নয়নে জেগে আছো তপ্ত-বাদলে।
এ-হৃদয় ক্রন্দন করে নির্বাক স্মৃতিস্তম্ভের মিনারে
আমি খুঁজেছি তোমায় কতবার কপোতক্ষের কিনারে কিনারে।
দেখেছি বন-জঙ্গল, নদী, পাহাড়-পর্বতের শিখরে
সর্বদা সর্বস্থনে তোমার কীর্তি লেখা আছে স্বর্ণাক্ষরে।
Sunday, January 22, 2017
Vuler Upor Bosobas - ভুলের উপর বসবাস
দীপ শিখা অন্ধকার ভেদ করে তোমার বদনখানি
অপলক দেখালো গোধূলির নির্বাক সু-সময়।
সুরুভী ঘ্রাণ বাতাবি লেবুর সাদা ফুলে
গৃহছাড়া করে সে-সময়।
চামচিকার ফুরফুরি বাতাস
আচ্ছন্ন, অছায়া, মৃদু শোভা
দূর দূরান্তের আকাশ
তোমার মস্তকে তুমি করেছো ধারণ।
অলীক স্বপ্নে বিভোর রাজপুত্রের দু’নয়ন-
আমি ঝোঁপের আঁড়ালে কান পেতে শুনি
রাত জেগে প্রণয়ের চিঠি লেখা
ঝিঁঝিঁ পোকার ডাক।
দীপের শিখা উজ্জ্বল হয় গোধূলির পর
আর তোমার বদনখানি হয় আরো উজ্জ্বল
আপন আলয়ে।
দগ্ধ পঙ্গপাল- ভুল করেছে
তোমায় দেখার সাহস করে-
ওই উজ্জ্বল শিখাতে প্রাণ হারায়।
আমি নিঃসন্দেহে ভুলের উপর করি বসবাস,
না-বলে লুকিয়ে থাকি জানালার ওপাশ।
Friday, January 20, 2017
Nirsobda Achor Kata - নিঃশব্দে আঁচড় কাটে
নিঃশব্দে আঁচড় কাটে প্রেমের স্মৃতি,
অন্ধকারে জানায় আকুতি
ফিরে আসার প্রর্থনায় লোমকুপে শিহরণ জাগায়
সবই তোমারই প্রতি।
স্নিগ্ধ সে-সময় প্রলয়ে ভরাডুবি
অথৈ জলের আস্তরণ
উন্মুক্ত হল মিথ্যে প্রনয়ের আবরণ।
স্মৃতি, বিস্মৃতির রঙ্গমেলায় স্তব্ধ
তবু কিছু কিছু আঁচড় কাটে নিঃশব্দে
নিরালা গোপনে,
সে-ক্ষতি করেনি পর, করেছে আপনে।
Thursday, January 19, 2017
Tomar Protikkhay - তোমার প্রতিক্ষায়
আমি আলো জ্বেলে বসেছি তোমার প্রতিক্ষায়।
শশীর অনুজ্জ্বল মায়ায়
সিক্ত শিশির ভেজা তৃণে তোমার অধরের ছায়ায়
মন ভোলায় উত্তরা বায়-
প্রতিক্ষায় দ্যোদুল হিয়া।
ক্ষুদ্র তারকার শাড়ীতে নিঝুম রাতের অনাবিল
পরশে অপেক্ষায় তরু-লতা
ওই উচ্চ শিখরে।
আমি রং মেশানো আধারে তোমার অস্পষ্ট বদনের প্রেমে
কুলহারা দরিয়ার নাইয়া-
নির্ঘুম মায়ায় জড়ানো
অদৃশ্য প্রেমের টানে টলমল হৃদয়
উত্তাল সমুদ্রে ঢেউয়ের তালে নৃত্য করে
ভালবাসার কেন্দ্র ঘিরে।
আমি অধীর বাসনায় রাতের তারা গুনি
তুমি না-আসা পর্যন্ত।
শশীর অনুজ্জ্বল মায়ায়
সিক্ত শিশির ভেজা তৃণে তোমার অধরের ছায়ায়
মন ভোলায় উত্তরা বায়-
প্রতিক্ষায় দ্যোদুল হিয়া।
ক্ষুদ্র তারকার শাড়ীতে নিঝুম রাতের অনাবিল
পরশে অপেক্ষায় তরু-লতা
ওই উচ্চ শিখরে।
আমি রং মেশানো আধারে তোমার অস্পষ্ট বদনের প্রেমে
কুলহারা দরিয়ার নাইয়া-
নির্ঘুম মায়ায় জড়ানো
অদৃশ্য প্রেমের টানে টলমল হৃদয়
উত্তাল সমুদ্রে ঢেউয়ের তালে নৃত্য করে
ভালবাসার কেন্দ্র ঘিরে।
আমি অধীর বাসনায় রাতের তারা গুনি
তুমি না-আসা পর্যন্ত।
Wednesday, January 18, 2017
Nirsobder Joy - নিঃশব্দের জয়
শব্দ কখনো কখনো নিঃশব্দের নিকট হার মানে।
গহীন হৃদয়ের চোরা কান্না নিঃশব্দে অশ্রু বিসর্জন করে,
সেখানে বাইরের হাত-তালি কখনো পৌঁছায় না।
অনন্ত অসীম সময়ের কাঁটায়
কিছু কিছু স্বপ্ন লুকিয়ে থাকে নিঃশব্দে
আরো কিছু নিষ্ঠুর বেদনার স্তর,
না কেউ ছুঁতে পারে আর না কেউ বুঝতে পারে।
তাই মাঝে মাঝে হৃদপিন্ড অচল হয়ে যায়,
কম্পন স্থীর ও মলিন হয়ে পড়ে
আর হঠাত্ এন্টিনার তার ছিড়ে গেলে
মুখ থুবড়ে পড়ে-
কোনো শব্দ থাকে না, থাকে নিঃশব্দ।
জীবনের প্রতি মুহুর্তে হৃদয়ের লেনাদেনায়
কেউ ঠকছে আবার কারো কারো জিত-
সীমিত জীবনের গন্ডিতে, তাই
আহত পাখির মত ডানা ঝাঁপটায়
বুকের খাঁচার পাখিটা-
শুধু শব্দ থেমে যায় নিঃশব্দের নিকট হার মেনে।
Tuesday, January 17, 2017
Aporajita - অপরাজিতা
সন্ধ্যা যখন মাঠ পেরিয়ে দিগন্তে মেশে
তখন মেঘ ছুঁয়ে যায় তোমার কেশে।
নিঃশব্দ অচেনা পথে পা বাড়ায় নদীর জল
পাখিরা ক্লান্ত, শিবিরে ফেরে সৈন্যদল-
তোমার রাজ্য আক্রমণ হতে পারে অপরাজিতা!
সম্মুখ নদী পার হতে সময় যতক্ষণ
তোমার স্বপ্ন ভঙ্গ হবে,
আমি বিদ্রোহী করো আত্মসমার্পন।
খঞ্জরে বিষ সীসায় উত্তপ্ত তামার বুলেট
প্রহরীরা অচেতন হলে
তোমায় উঠিয়ে আনবো সদর দরজা সমেত।
আমি অট্ট হাসি হেসে বলবো,
হে আমি বিজেতা।
তুমি নিষ্ঠুর হলে তাই পথ বদলে গেল
সমরে স্বসৈন্যে প্রস্তুত হওয়ার নেশা জাগল।
কোনো সেনাপতির কারণে নয় নিজের ক্ষমতা বলে
সজ্জিত করেছি সমরবাহিনী-
ইতিহাসে এই প্রথম,
তোমায় ছিনিয়ে আনবো
গড়বো প্রনয়ের নতুন কাহিনী-
আমি শান্ত হবো, নিদ্রায় যাবো
আমায় আশির্বাদ করো হে দেবতা-
একটাই প্রেম একটাই ভালবাসা, অপরাজিতা।
অপরাজিতা১৩/০১/১৭
Subscribe to:
Posts (Atom)
Last 7 Days!
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
নিবেদন আমি তোমায় খুঁজেছি পাহাড়ি সমতলে, মরুর তপ্ত বালুতে, সিন্ধু-সিংহলে, সঙ্গিতে, জ্বলজ্বল করা নক্ষত্রের মাঝে অসংখ্য প্রদীপ জ্বেলে সাঁঝ...
-
মন চাইছে বৃষ্টিতে ভেজা কদম, সৌন্দয্য ঘেরা প্রকৃতি- তোমার স্পর্শ মিশে থাকে হাজার রেনুতে; অনাকাঙ্খিত বার্ত...
-
আমার সেইদিন তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো ? আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে- শুধু ভুলিনি তুমি যা আমাকে ...
-
প্রিয়তমা আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে- তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে। স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে আমায় নিয়ে যায় রবির আলো, ...
-
তোমায় হারাতে দেব না কত সাধনায় পেয়েছি যাকে তাকে হারাতে চাই না রাজ্য পেলেও; মমতাজই হোক আর সাজাহান হোক আমিও কম নই কিছুতে- আমারও জমিন আছে...
-
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি, আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু, শুকনো মরুর নিরস বালু...
-
তিনি এ যুগের কবি লিখেছেন সরলতার দৃষ্টি দিয়ে - যা অচেনা ভূমির অসংখ্য ফসলে মিশে আছে তোমাদের স্মৃতির পোশাকে। সে ভীত-কম্পিত হাতে ...
-
নারি জীবনের প্রত্যাশিত সানাইয়ের সুুর বেজে উঠবে কোন এক মধুর রজনীতে। চারিদিকে সাজ সাজ রবে হিড়িক পড়ে যাবে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ...
-
কেমন ভালবাসা আমি ভালবাসি, কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি- আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু...