আমি আলো জ্বেলে বসেছি তোমার প্রতিক্ষায়।
শশীর অনুজ্জ্বল মায়ায়
সিক্ত শিশির ভেজা তৃণে তোমার অধরের ছায়ায়
মন ভোলায় উত্তরা বায়-
প্রতিক্ষায় দ্যোদুল হিয়া।
ক্ষুদ্র তারকার শাড়ীতে নিঝুম রাতের অনাবিল
পরশে অপেক্ষায় তরু-লতা
ওই উচ্চ শিখরে।
আমি রং মেশানো আধারে তোমার অস্পষ্ট বদনের প্রেমে
কুলহারা দরিয়ার নাইয়া-
নির্ঘুম মায়ায় জড়ানো
অদৃশ্য প্রেমের টানে টলমল হৃদয়
উত্তাল সমুদ্রে ঢেউয়ের তালে নৃত্য করে
ভালবাসার কেন্দ্র ঘিরে।
আমি অধীর বাসনায় রাতের তারা গুনি
তুমি না-আসা পর্যন্ত।
শশীর অনুজ্জ্বল মায়ায়
সিক্ত শিশির ভেজা তৃণে তোমার অধরের ছায়ায়
মন ভোলায় উত্তরা বায়-
প্রতিক্ষায় দ্যোদুল হিয়া।
ক্ষুদ্র তারকার শাড়ীতে নিঝুম রাতের অনাবিল
পরশে অপেক্ষায় তরু-লতা
ওই উচ্চ শিখরে।
আমি রং মেশানো আধারে তোমার অস্পষ্ট বদনের প্রেমে
কুলহারা দরিয়ার নাইয়া-
নির্ঘুম মায়ায় জড়ানো
অদৃশ্য প্রেমের টানে টলমল হৃদয়
উত্তাল সমুদ্রে ঢেউয়ের তালে নৃত্য করে
ভালবাসার কেন্দ্র ঘিরে।
আমি অধীর বাসনায় রাতের তারা গুনি
তুমি না-আসা পর্যন্ত।
নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz