এ-মনের ভিতরে রেখেছি যতনে
তুমি যদি একবার দেখতে চাও----
দেখাতে পারি আমি
তুমি যদি অন্তরে সুখ পাও
ভালবাসার বাঁধনে বেঁধেছি তোমাকে
ছাড়তে চাইনা কখনো---
জীবনে মরনে তোমাকে চেয়েছি
মিথ্যে করোনা স্বপ্ন---
আমিতো তোমারই বুকে আছি
হৃদয় মন্দিরে-----
পূর্র্ণিমার চাঁদ তুমি যে আমার
আন্ধার ঘরের বাতি গো--
গোলাপ কুঁড়ি ফুল পরি
অ-বেলার তুমি সাথি গো---
তুমি যে আমার হৃদয় পিঞ্জিরায়
ঘুমিয়ে থাকো আদরে---
Download Song
নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz