বুকের পাঁজরে শীতল পরশে জীবনের অবসান
কে নিল কেড়ে সময়ে আগে, যা ছিল বেমানান!
হৃদয় জুড়ে যত স্বপ্ন ফিরেছে ঘুরে ফিরে
অজানা বেদনা ছুটে এসেছে বিষমাখা তীরে!
আমার যত ভাষা ছিল মন মন্দিরে
নিমিষে মুছে গেল জানি না কি করে!
আড়ালে যত বনোফুল তপনের কিরণহীন
অজানা স্বপ্ন সুভাসিত ভোর করেছে মলিন।
জীবনে আশা আর যত ভালোবাসা মুছে যদি যায়
এক রাশ হলুদ ঘাসে মাথা তার নোয়ায়!