যত রক্ত তোমরা দেখেছ অামরা তা দেখিনি,
যত কষ্ট তোমরা সয়েছ অামরা তা বুঝিনি-
তোমরা দেখেছ,
তোমরা বুঝেছ বলে অামাদের কষ্টে রাখনি,
তুলে দিয়েছ
লাল সবুজের পতাকা, কারো কারো তা সহ্য হয়নি।
দিয়েছ স্বাধীনতা নিজেদের প্রাণের বিনিময়ে
হয়তো তোমরা অনেকে দেখনি, শহীদ হয়েছ সে সময়ে।
তোমাদের ঘুম ভাঙেনি- মায়েরা পথ চেয়ে বসেছে কত
সেই নিষ্ঠুরতা কেড়ে নিয়েছে বোনেদের সম্ভ্রম শত গুন শত।
সেই স্বজন হারানো বেদনা,
অার্তনাদ-চিৎকার বড় ভয়ংকার-
তবু হারামী হায়েনাদের পদতলে রেখে
এনেছ স্বাধীনতা, তাই তোমরা অামার অহংকার।
"স্বজন হারানো বেদনা"
বিধান/১৬-১২-২০২১
Thursday, December 16, 2021
Sojon Harano Bedona- স্বজন হারানো বেদনা
Subscribe to:
Post Comments (Atom)
Last 7 Days!
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
মন চাইছে বৃষ্টিতে ভেজা কদম, সৌন্দয্য ঘেরা প্রকৃতি- তোমার স্পর্শ মিশে থাকে হাজার রেনুতে; অনাকাঙ্খিত বার্ত...
-
আমার সেইদিন তুমি ফিরিয়ে দিতে পারবে না জেনেও কেনো অভিনয় করছো ? আমি মেনে নিয়েছি তোমার বিচ্ছেদ-এ-হৃদয় থেকে- শুধু ভুলিনি তুমি যা আমাকে ...
-
নিবেদন আমি তোমায় খুঁজেছি পাহাড়ি সমতলে, মরুর তপ্ত বালুতে, সিন্ধু-সিংহলে, সঙ্গিতে, জ্বলজ্বল করা নক্ষত্রের মাঝে অসংখ্য প্রদীপ জ্বেলে সাঁঝ...
-
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি, আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু, শুকনো মরুর নিরস বালু...
-
তিনি এ যুগের কবি লিখেছেন সরলতার দৃষ্টি দিয়ে - যা অচেনা ভূমির অসংখ্য ফসলে মিশে আছে তোমাদের স্মৃতির পোশাকে। সে ভীত-কম্পিত হাতে ...
-
প্রিয়তমা আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে- তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে। স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে আমায় নিয়ে যায় রবির আলো, ...
-
কেমন ভালবাসা আমি ভালবাসি, কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি- আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু...
-
পানকৌড়ি গোধুলির বিল ছাড়ি উড়ে যায় পানকৌড়ি শত মাইল এভাবে দেয় তারা পাড়ি। নীলিমার বুকে উড়ি, রেখে যায় পদচিহ্ন- ধেনু রবে ফিরে যায় খেয়ে লতা-তৃ...
-
ভালবাসার ফুল-বাগান সকল তারকা আকাশের তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায় অসংখ্য, অজস্র মেঘমালা ছোঁয়া দিয়ে যায়, দেখা দিয়ে যায় ভালবাসার ছো...
No comments:
Post a Comment