Wednesday, May 15, 2013

Boishak - বৈশাখ

বৈশাখ

এলো বৈশাখ, মুঠো ভর্তি আশা নিয়ে।
ছোট্ট আম্রের কাঁচা ঘ্রাণ,
মিষ্টি রৌদ্রের ত্বক-বৈভব, তড়িঘড়ি পবনের
উন্মত্ত দোলা,
বৃক্ষের ছায়-শীতল অনুভূতি,
সবি দিয়েছে উপহার।

ইলিশ-পান্তার হৈ-হুলে¬াড় প্রভাত,
কাঁচ হলুদ মাখা শাড়ির ঘোমটা ছাড়া
দুপুর,
মুখনিঃসৃত পালা গানের ভরপুর সন্ধ্যা,
পুরাতন কেচ্চার রস-মাখানো রাত্রি,
এই তো সবুজ-ঘেরা বাংলার বাহার।

অবুঝ মেঘেদের আনাগোনা-নীলিমা,
বরুনের আনন্দ-অশ্র“ লুটানো ভূমি,
উড়ন-চন্ডী বৈশাখীর তান্ডব-প্রকৃতি,
সৈকতের বালুকায় লুকানো পুঁতি-মালা,
রয়েছে সবার সাথে গভীর মিতালি-ঝর্ণার।

নানা আয়োজনের মধু-সময়,
কোকিলের রক্ত-অক্ষির প্রেমের আকুলতা,
দোয়েলের আড়বাঁশির সুর-মূর্চ্ছনা,
বিমোহিত বৈশাখীর রূপ-সৌন্দর্য্য,
এরকম ঘটেছে আজ সমাহার।

ঘরে ঘরে অতিথীর আগমনে পূর্ণতা,
বৃক্ষতলে তরুণ-তরুনীর হাস্য-উচ্ছ্বাস বন্যা,
আঁড়ালে শালিকের প্রেমালাপ,
দুয়ারে জৈষ্ঠ্যের হবু-বার্তা,
সকলি অমৃত ফসল স্রষ্টা-করুণার।

1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!