Saturday, September 19, 2015

শরতের আকাশ- Soroter Akas

সাদা কাঁশ নীল আকাশ
দুঃখের মাঝে অবকাশ,
এই বাংলা, সাবাশ সাবাশ
মনের মাঝে ছোট্ট আশ
দিন গেলে ফুরায় আকাশ
কলিজা ভাঙে চটাশ চটাশ

 গাছের ডালে চড়ই বাসা
আবুল মিয়ার পেয়ারা ডাঁশা
কইলে পরে হবে গোসা
হাতের কাছে নেইতো মশা
দিল বলে কলার খোসা আর
খেঁটে মরে কলির চাষা 

শক্ত চালির উপরে তালি
পোক্ত আখের গোড়ায় ফালি
চোরকা ব্যাটা মুন্ডয় কালি
 নদীর পাড়ে কাঁদা তুলি
পাড়া-গাঁয়ের ম্যাডাম ফুলি
 চুল-চুলানি, কোলাকুলি

 কি বলি, হচ্ছে যা তা
খেটে মরে বোকার মাথা-
 বেসুরা এই মদনা ব্যাটা







Last 7 Days!