মনের গহীনে নিঃশব্দে যে আছে ঘুমিয়ে
তার কথা কইবো কেমনে, লাজ-সদা ভয়ে।
যে জীবন আশা খোঁজে তার চোখের ভাষায়
গোপনে, নীরবে সে-ই আমাকে কাঁদায়।
ফুলে ভরা ফাগুনে দিয়েছিল ভালোবাসার গল্প
অনেকদূর, সেই বহুদূর, আছে দূর কল্প।
মানে না মন, অশ্রু কিছুক্ষণ বৃষ্টিতে ভেঁজে
পথ চেয়ে বসেছে, যারা পাইনি তাকে- সদাই তার খোঁজে।
দিবানিশি জাগরণ- কালিমা নেত্রতলে
তার অবুঝ সবুজ মন- কে যেন নিয়েছে ছলে।
Nice
ReplyDeleteThanks a lot!
ReplyDelete