অনেক আশাতে বেঁধেছি যে ঘর
ভেঁঙে দিল কালবৈশাখী ঝড়।
তবু নতুন স্বপ্ন নিয়ে আসে নতুন সূরজ
মানে না মন, সেতো সারাক্ষণ অবুঝ।
ভালোবাসা, কাছে আসা, পায়যে দিশা
কিছু হাসি, কিছু কান্না, যেন চোখের নেশা।
অচেনার মাঝে খুঁজে ফেরে চেতনার রূপ
প্রকৃতি যাহা ভাবুক, যাহা করুক নয় প্রতিরূপ।
আশা তবু রবে মনে নিশিদিন সাজে
ভালোবাসা বেঁচে রবে শয়ণে কিম্বা কাজে
No comments:
Post a Comment