Sunday, September 1, 2013

Kade Du-Chok ( কাঁদে দু'চোখ )

কাঁদে দু'চোখ

সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি,
অন্ধকারে ঢেকে গেল রাজপথ-
কোথায় তুমি হারিয়ে গেলে?
খুঁজতে খুঁজতে গভীর হয় রাত।

একবিন্দু ঘুমের তাড়নায় লিপ্ত নই-
আঁধারে মোমাবাতি জ্বেলে
             চেয়েছি শিখার দিকে,
সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,
করেছে অজানা বায়ু আঘাত।

অনর্থক দেরি করিনি তো?
দিনের আলো নিভে যেতেই তো
            বসেছি দেখার আশায়!
তোমার অভিমান হয়েছে বুঝি?
---সীমাহীন যন্ত্রনা বাসা বঁধে বুকে,
কাঁদে দু'চোখ তোমায় না-দেখার বেদনায়।


3 comments:

Last 7 Days!