Wednesday, September 11, 2013

Khondito Sotta ( খন্ডিত স্বত্ত্বা )

খন্ডিত স্বত্ত্বা

আমি খান্ডত স্বত্ত্বা,
তোমার অর্ধেক আর আমার অর্ধেক
মিলে পূর্ণ সজীব।
তোমার স্বর তন্ত্রে, আমার মোহন তন্ত্রে
প্রবাহমান গানের স্রোত
ডাকে সর্বদা ইশারায়।

আমি অর্ধেক তোমার হৃদয়ের,
কল-কাকুলির মায়া-তানে
চলে গিয়েছিলাম দু্ইজন দুই সীমানায়-
এখন মিলিত মোহনায় চাঁদের আলো
ঝরে পড়ে-
তুমিও কি অর্ধেক নও?


2 comments:

Last 7 Days!