মুক্তি দিলাম
আমি সহস্র রজনী জেগেছি
তোমার ভালবাসার জন্য,
অসংখ্য তারা গুনেছি
এক একটি করে জোছনা আলোতে;
দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে এলও
তোমায় নিয়ে স্বপ্নে মেতেছি।
কিন্তু,
তুমি ক'টি রাত জেগেছো,
ক'টি ফুলের মালা গেঁথেছো আমার জন্য,
বলতে পারবে কি?
শুধু মুখ লুকিয়ে চলে যাও
দূরে কোনখানে।
আমি হিমালয় থেকে নূড়ি-পাথর এনেছি,
পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ কেটেছি,
সমুদ্র থেকে ঝিনুক-মুক্তা কুড়িয়ে দিয়েছি-
যার কোনটাতে তোমায় কেউ দেখেনি।
সব ভাল আমিই বেসে গেলাম-
অবশিষ্টটুকুও তুমি বাসনি আমায়।
তাই আজকে তোমায় মুক্তি দিলাম
দু'চোখের অশ্রুজলে।
আজ থেকে তুমি মুক্ত
আর আমি অজানায়....।
আমি সহস্র রজনী জেগেছি
তোমার ভালবাসার জন্য,
অসংখ্য তারা গুনেছি
এক একটি করে জোছনা আলোতে;
দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে এলও
তোমায় নিয়ে স্বপ্নে মেতেছি।
কিন্তু,
তুমি ক'টি রাত জেগেছো,
ক'টি ফুলের মালা গেঁথেছো আমার জন্য,
বলতে পারবে কি?
শুধু মুখ লুকিয়ে চলে যাও
দূরে কোনখানে।
আমি হিমালয় থেকে নূড়ি-পাথর এনেছি,
পাহাড়ের বুক চিরে সুড়ঙ্গ কেটেছি,
সমুদ্র থেকে ঝিনুক-মুক্তা কুড়িয়ে দিয়েছি-
যার কোনটাতে তোমায় কেউ দেখেনি।
সব ভাল আমিই বেসে গেলাম-
অবশিষ্টটুকুও তুমি বাসনি আমায়।
তাই আজকে তোমায় মুক্তি দিলাম
দু'চোখের অশ্রুজলে।
আজ থেকে তুমি মুক্ত
আর আমি অজানায়....।
No comments:
Post a Comment