Friday, September 6, 2013

Mukto Pakhi ( মুক্ত পাখি )

মুক্ত পাখি

আমি মুক্ত পাখির মত
ডানা মেলে উড়ে বেড়াই নীল গগনে।
ধান খেতে পালকের পরশ বুলিয়ে-
ছায়া-শীতল গায়ের মেঠপথে
ঘুরে বেড়াই এলোকেশ নিয়ে।

পাতায় পাতায় গান শুনিয়ে যাই
দুপুর রোদের তপ্ত হাওয়ায়;
স্নিগ্ধ আলাপনে ডিঙি নৌকা চড়ি
ভেসে বেড়ানো সরিষা ফুলের ধারে।

মাঠে-ঘাটে তেপান্তরে ছুটে বেড়াই-
আনন্দ-উল্লাসে নেচে উঠি মৌবনের কচি ডালে।
খেলার ছলে খেলে যাই, বাঁশপাতার কাগজে
আমার পালকে লেখা গোলকধাঁধাঁ।


1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!