-
প্রিয়তমা আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে- তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে। স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে আমায় নিয়ে যায় রবির আলো, ...
-
তোমায় হারাতে দেব না কত সাধনায় পেয়েছি যাকে তাকে হারাতে চাই না রাজ্য পেলেও; মমতাজই হোক আর সাজাহান হোক আমিও কম নই কিছুতে- আমারও জমিন আছে...
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
এসেছি ফিরে আমি বাদল ধারায় দেখেছি তোমায় উন্মুক্ত খাঁচার পাখি রূপে তোমার ঘরের শিখরে রাখা শিমের মাচানে, জোছনার প্লাবন ঘটে যেথায় বারেবার। ...
-
ভালবাসার অতীত নিয়ে নিরবে যখন ভেবেছি প্রেমের শতদল তখনি এ-হৃদয়ে উঁকি দিয়ে
উঠেছে তবু কেনো জানি মনে হয় নিঠুর যাতনায়, তুমি মেনে নি...
-
অজানায় পাড়ি তোমার ঠিকানা আমার জানা নেই- বাইর দুয়ারে শুধু কড়া নেড়ে যায় অচেনা লোক; জেনেছি যেটুকু, তাতে ঘর বাঁধা যায় না, ত...
-
আমার স্মৃতি মুছে যেতে পারে না তোমার অচেনা চাহনিতে , যদি যায় তবু হারাতে চাই সেদিনের সেই সরিষা ফুলে ঢাকা চোরাবালি...
-
ভালবাসার ফুল-বাগান সকল তারকা আকাশের তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায় অসংখ্য, অজস্র মেঘমালা ছোঁয়া দিয়ে যায়, দেখা দিয়ে যায় ভালবাসার ছো...
-
আমি চললাম আমি দুঃখিত- তোমার ব্যস্ততার মাঝে বিরক্ত করে অনেক মূল্যবান সময়কে নষ্ট করে দিয়েছি; ভেবেছিলাম, বিকেলের অবসরে তুমি বসে আছো সবু...
-
বেদনার ঢেউ আমি আশার বুকে বেদনার ঢেউ তুলে আছড়ে পড়বো সুখের কিনারায় অনাবিল কাঁশফুলের দোলায়; মত্সর ফুর্তিতে তোমার বসবাস শোভা পায়- আমি লুক...
নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz