Wednesday, July 19, 2017

Bidhatar Amochonio Khela - বিধাতর অমোচনীয় খেলা



আমি তোমার শিখরে বসে থাকবো অনšতকাল
তোমার নিঃশ্বাস গুনবো-
তোমার বুকের দীর্ঘশ্বাসের পরশে কাঁপা কাঁপা হৃদয়
মৃৃদু ধ্বণিতে ডাকবে এই দূর-প্রবাসিকে।
ফিরে আসতে যতসময় লুকিয়ে আছে হাতঘড়িতে
তার সসীম মুহুর্তে আবেগের ঝর্ণাতে বেগবান অনুভুতিতে
আমি সাড়া দেবো, অপেক্ষায় থেকো।

বেদনার আর্তনাদ সংশয়ের মরিচিকা
আঁড়ালে বিরহের জাল বোনে-
আমি নিঃশব্দে উঁকি দিয়ে যাই
শ্রাবনের রারিতে তোমার উঠোনে
তুমি অচেনার ভান করে আঁচলে মুখ লুকালে
তখন বিধাতার সৃষ্টিতে ঝোড়োবেগ কাঁদিতে থাকে।

সপ্ত মণিহারে বেদনার মালা করে হাতছানি দেয়
কালো মেঘের অস্থির ভেলা,
দূরের মাঝি ওপারের খেয়ায় ডাকিতে থাকে
‘‘ ফিরে আয় ফিরে আয় ভুল বুঝিসনে
বিধাতর অমোচনীয় খেলা







1 comment:

  1. নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!