Friday, September 17, 2021

প্রেমময় তুমি আপন হৃদে - Premomoy Tumi Apon Rhide

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার

অকূলের সাথি- ক্রন্দনের হাসি প্রিয়তমা ভালবাসি

একেলা তোমায় বিহনে যন্ত্রনার ভুবন কারাগার।

 

অচেনা মনের বিভূতি জড়ানো অন্বয় জলোধারা

সমধিক প্রেম উচ্ছ্বাসে উত্তলায় সম্মুখে-প্রিয়া তুমি ছাড়া

স্বপনের গহীনে বুভুক্ষ আত্মা নিস্পলক চাহনীর মতন

বিটপী সারিতে পবনাঘাত রহিতে কুঁড়িদের করিছে যতন।

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার----

 

অতলের শীতল পরশে মিশে উষ্ণ হরিতে যে আসে

বিজনে বিদিত চয়নে চয়নে চক্ষু মেলিছে শাওনে বসে

গন্ধ-পারিজাত-দ্যোদুল-রজনী শশী-তারকার আপনে

আলো-আধারের চমক খেলাতে শূন্যতা যে তুমি বিনে।

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার -----

                                                     Exclusive Poem - cm bidhan

 

 

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছোটগল্প | অনুপমার প্রেম

 

 

Wednesday, September 8, 2021

Ke Jeno Dake - কে যেন ডাকে!

কে যেন ডাকে!

মনের অনেক রঙ মিশিয়ে খুঁজেছি তোমায় যতদিন

তুমিতো এসে দেখা দিলে না ওগো প্রিয়া কোনোদিন।

নীরবে কাটে একাকী প্রহর ঝিঁঝিঁ পোকার গান শুনে

সেই অজানা স্বপন রোজ দেখেছি বিরহের দিন গুনে।

 

ভালোবাসা মোর আকুল হিয়াতে উঁকি দিয়েছে বারেবার

তুমিতো জানো না ওগো প্রিয়া, দেখোনিতো একবার।

ওইযে দূরের পাহাড় ঘেঁষে সবুজের কানাকানি

নিথর গহীনে আধার ভুবনে আর্তনাদ শুধু শুনি।

 

আমার ভুবনে তোমার জীবনে কত কান্না-হাসি-খুশি

সব কিছু মিশে গেছে ঝর্ণার শীতল জলে, তবুতো ভালোবাসি।

তুমিতো শোনোনি কান পেতে এই বুকের করিডোরে

কি যেন খোঁজে, কে যেন ডাকে ধুক ধুক করে করে।

 

ওই তো সে দূরের পাড়ে আবছা ঘন মেঘে কোলে

হাতছানি দেয় আমায় দেখে ফুলের মালা হাতে তুলে।

সি এম বিধান

07/09/2021 

 

 

Visit- Story or Videos

 

 

 

 

 

Monday, September 6, 2021

Nupur Badha Sihorone - নুপুর বাঁধা শিহরণে


জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়

ক্ষণে ক্ষণে হঠাৎ থমকে যায়, কিছু জয় ও পরাজয়- অসময়ে-দুঃসময়।

সাহিত্যের বাগানে কিছু পদ্ম শিশিরে ভিজে খুঁজে নেয় কিছু চাওয়া পাওয়া

কিছু অগোচরে বিলীন হয় সুগন্ধ বিলিয়ে, যাতে থাকে না দেওয়া নেওয়া।

ভোরের স্বপ্নে আধেক ধরা দেয় সমীরণের ওই নুপুর বাঁধা শিহরণে

পুষ্প মালা ভেসেছে জোয়ারে, ডুবিছে দুঃসময় বিস্তৃত উষার আগমণে।

পাখির কলোতান ভ্রমরের গান নীরবতা ভেঙে ভরেছে কানায় কানায়

জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়।

 By- Exclusive Poem

Last 7 Days!