প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার
অকূলের সাথি- ক্রন্দনের হাসি প্রিয়তমা ভালবাসি
একেলা তোমায় বিহনে যন্ত্রনার ভুবন কারাগার।
অচেনা মনের বিভূতি জড়ানো অন্বয় জলোধারা
সমধিক প্রেম উচ্ছ্বাসে উত্তলায় সম্মুখে-প্রিয়া তুমি ছাড়া
স্বপনের গহীনে বুভুক্ষ আত্মা নিস্পলক চাহনীর মতন
বিটপী সারিতে পবনাঘাত রহিতে কুঁড়িদের করিছে যতন।
প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার----
অতলের শীতল পরশে মিশে উষ্ণ হরিতে যে আসে
বিজনে বিদিত চয়নে চয়নে চক্ষু মেলিছে শাওনে বসে
গন্ধ-পারিজাত-দ্যোদুল-রজনী শশী-তারকার আপনে
আলো-আধারের চমক খেলাতে শূন্যতা যে তুমি বিনে।
প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার -----
Exclusive Poem - cm bidhan
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছোটগল্প | অনুপমার প্রেম