Monday, September 6, 2021

Nupur Badha Sihorone - নুপুর বাঁধা শিহরণে


জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়

ক্ষণে ক্ষণে হঠাৎ থমকে যায়, কিছু জয় ও পরাজয়- অসময়ে-দুঃসময়।

সাহিত্যের বাগানে কিছু পদ্ম শিশিরে ভিজে খুঁজে নেয় কিছু চাওয়া পাওয়া

কিছু অগোচরে বিলীন হয় সুগন্ধ বিলিয়ে, যাতে থাকে না দেওয়া নেওয়া।

ভোরের স্বপ্নে আধেক ধরা দেয় সমীরণের ওই নুপুর বাঁধা শিহরণে

পুষ্প মালা ভেসেছে জোয়ারে, ডুবিছে দুঃসময় বিস্তৃত উষার আগমণে।

পাখির কলোতান ভ্রমরের গান নীরবতা ভেঙে ভরেছে কানায় কানায়

জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়।

 By- Exclusive Poem

No comments:

Post a Comment

Last 7 Days!