কে যেন ডাকে!
মনের অনেক রঙ মিশিয়ে খুঁজেছি তোমায় যতদিন
তুমিতো এসে দেখা দিলে না ওগো প্রিয়া কোনোদিন।
নীরবে কাটে একাকী প্রহর ঝিঁঝিঁ পোকার গান শুনে
সেই অজানা স্বপন রোজ দেখেছি বিরহের দিন গুনে।
ভালোবাসা মোর আকুল হিয়াতে উঁকি দিয়েছে বারেবার
তুমিতো জানো না ওগো প্রিয়া, দেখোনিতো একবার।
ওইযে দূরের পাহাড় ঘেঁষে সবুজের কানাকানি
নিথর গহীনে আধার ভুবনে আর্তনাদ শুধু শুনি।
আমার ভুবনে তোমার জীবনে কত কান্না-হাসি-খুশি
সব কিছু মিশে গেছে ঝর্ণার শীতল জলে, তবুতো ভালোবাসি।
তুমিতো শোনোনি কান পেতে এই বুকের করিডোরে
কি যেন খোঁজে, কে যেন ডাকে ধুক ধুক করে করে।
ওই তো সে দূরের পাড়ে আবছা ঘন মেঘে কোলে
হাতছানি দেয় আমায় দেখে ফুলের মালা হাতে তুলে।
সি এম বিধান
07/09/2021
Very Nice Work.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete