একটি ছোট স্বপ্ন তাও পূরণ হলনা,
একটি আশা তাও ভেঙে গেল
বাঁধ ভাঙা জোয়ারে,
আমি ভেসে গেলাম অথৈ সাগরে।
আলোকিত বসুন্ধরায় অন্ধকার আমার আকাশে মেঘের আঁচলে ঢাকা
অনন্ত বারিধারা ঝরিছে অঝরে , সবিতার নাই দেখা,
অন্তপুরীর গহীনে নীলে নীলে কারুকাজ
মূল্যহীন বেমানান আজ।
সবিতো হারালো হৃদয়তো পালালো
ছুটে সমুদ্দুর
ভালবাসার বাসভুমি পেলাম না খুঁজে
আছে তা কত্তদুর!