Monday, April 6, 2015

Bortoman - বর্তমান



কু-পথ রচিল মন সু-পথ ছাড়িয়া
যবে ভূ-ত্বকে উঠিল এক শত্রু জম্নিয়া
নিঠুর হইল মন দীনহীনের প্রতি
কেমনে করিল সে এইরূপ ক্ষতি

মমতার স্থলে নির্মম-কঠোর-বর্বরতা
হস্তে উলঙ্গ তরবারিসু-পথে জড়তা
ভুধরের কোণে কোণে আছে মিশিয়া
কিঞ্চিত স্মরণ নাই দেখিছে কে বসিয়া!

পশ্চাতে মর্মবাণী করিল সৃষ্টি বিধাতা-
সম্মুখে লালসা, ভোগ, তৃপ্তি আর অলসতা
মাতৃস্নেহে চুমিছে স্বর্গস্নেহ ভোলাতে
যবে মর্মবাণী শঠতা, কূলেতে কূলেতে

আধার চর্তুদিক- দিশেহারা সংশয়ে
চন্দ্রমল্লিকা বিরূপ হইল রশ্মি না ছড়ায়ে
আহুত প্রাণের আর্তনাদ ভূত জম্নের আশে
বি-পথ ছাড়েনাই ধরিছে প্রেয়সীর রসে







1 comment:

  1. নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!