-
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
বেদনার ঢেউ আমি আশার বুকে বেদনার ঢেউ তুলে আছড়ে পড়বো সুখের কিনারায় অনাবিল কাঁশফুলের দোলায়; মত্সর ফুর্তিতে তোমার বসবাস শোভা পায়- আমি লুক...
-
ভালবাসার ফুল-বাগান সকল তারকা আকাশের তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায় অসংখ্য, অজস্র মেঘমালা ছোঁয়া দিয়ে যায়, দেখা দিয়ে যায় ভালবাসার ছো...
-
প্রিয়তমা আমি ভূমধ্যসাগর দেখেছি তোমার নয়নে- তুমি সীমাহীন আকাশনীলা আমার ভুবনে। স্বপ্নীল ভালবাসায় জড়ালে বাহুডোরে আমায় নিয়ে যায় রবির আলো, ...
-
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি, আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু, শুকনো মরুর নিরস বালু...
-
তোমায় হারাতে দেব না কত সাধনায় পেয়েছি যাকে তাকে হারাতে চাই না রাজ্য পেলেও; মমতাজই হোক আর সাজাহান হোক আমিও কম নই কিছুতে- আমারও জমিন আছে...
-
নারি জীবনের প্রত্যাশিত সানাইয়ের সুুর বেজে উঠবে কোন এক মধুর রজনীতে। চারিদিকে সাজ সাজ রবে হিড়িক পড়ে যাবে গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ...
-
কাঁদে দু'চোখ সন্ধ্যার আকাশে চাঁদ ওঠেনি, অন্ধকারে ঢেকে গেল রাজপথ- কোথায় তুমি হারিয়ে গেলে? খুঁজতে খুঁজতে গভীর হয় রাত। একবিন্দু ঘুম...
-
স্বপ্নের ভুবনে অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে কখনো উঁকি দেয়- কখনো বা দুঃসময়ে। যখনি আধার আসে নীলিমার বুকে মধুর রাত্রি- ভালবাসে দু'চো...
নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz