Monday, April 13, 2015

Purono Smiritir Mela - পুরনো স্মৃতির মালা(Pohela Boishak-পহেলা বৈশাখ)



পুরনো স্মৃতির মালা
বিধেছে শর নিরবে, সয়েছি অন্তজ্বালা
তবুও থামেনি তার খেলা
আধার নিশিথে

অতৃপ্ত হিয়ার দুপাশ দিয়া
কয়েকটি বছর গিয়াছে ঘুরিয়া-
কিছু ক্রন্দন-জল করিয়াছে শীতল (আমি)
আর দেখিয়াছি হাসিমাখা তরু-তমাল
পিছন ফিরিয়া
আমি শুনিব অপেক্ষায় থাকিয়া
প্রিয়-অপ্রিয় বাক্যরে দিব সামাল

জংলি ফুলের পাপড়ীতে
নামিবে অকাল বরিষন, যেথায়
লুকায়ে ছিল অব্যাক্ত স্মৃতির জঞ্জাল,
সেথায় তুমি আসিলে
করিডোর রাখিবো শূন্য তোমায় করিতে আপন;
সেদিন নিশ্চয়-ঢাকিবে আমায় তব অঞ্চল

দুজন থাকিব দুটি মুখ রাখিয়া সম্মুখ
লতানো ডগায়,
অচেনা পথিক-কূল লাজুক নয়নে-
মৃদু মৃদু স্পর্শ করিবে সময়
তাই জীর্ণ সংশয় নিয়তিরে করিলাম সম্প্রদান
যবে আগত হর্ষধ্বনি কর্ণমূলে করিবে সম্মান
সেই স্মৃতি মুছিবে আজিকের রাত্রিতে-
তাহাতেই মজিবে হৃদয়
অকূলে দিশাহীন সমুদ্র তরঙ্গে
থাকিব আশার বালুতে সদয়





1 comment:

  1. নতুন নতুন গল্প কবিতা জোকস ও Sms পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!