দ্বিধা-দ্বন্দ্ব
আমায় তোমার ভাল লেগেছিল-
কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব
কাছে আসতে দেয়নি-
তুমি দাওনি সাড়া ডাকের।
আমায় তোমার ভাল লেগেছিল-
কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব
কাছে আসতে দেয়নি-
তুমি দাওনি সাড়া ডাকের।
ভরা কলসির মতো ভরে উঠেছিল
তোমার ভালবাসায় মনটা,
শুধু ছিদ্র হওয়ার ভয়ে উত্তর দাওনি।
ডানা মেলেছিল পাখির মতো দুটি অন্তর
একটির অনুকূলে আরেকটি,
কোথায়-হারিয়ে যাওয়ার কথা ছিল দূর নীলিমায়
সেখানে আজ মেঘের আনাগোনা
বৃষ্টির অপেক্ষায়।
এখনো উচ্ছ্বাস থেমে যাইনি,
ভালবাসায় ভাটা পড়েনি-
শুধু তোমার ভাবনায় দ্বন্দ্ব
ফুলেল পথে কাঁটা বিছাতে শুরু করেছে।
This comment has been removed by the author.
ReplyDeleteনতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz