তোময় দেখলে ভয় পাই, কেন জানি না
ভুল করেছি ক্ষমা করো, কানটা ধরো না।
সুন্দর তুমি অনেক ভাল, দেখি যখন তোমায়
কাছে আসলে ভয় দিওনা, সাহস দিও আমায়।
চাঁদের শোভা বদনে তোমার, দেখি আপন মনে
দূরে বসে ভাবছি তোমায়, কোন এক শুভক্ষণে।
তোমার কথায় যাদু আছে, কাছে টানে আমায়
আর কয়টা দিন সবুর করো, দেবো তোমায় সময়।
তোমার রূপের মায়ায় পড়ে, দিগন্ত গেছি ভুলে
তরী নিয়ে এসেছি তাই, নেবো তোমায় তুলে।
যাবে তুমি আমার সাথে, দুরে ওই নদী?
থাকবে তুমি পাশে বসে, সন্ধ্যা অবধি।
রূপসী, তুমি শশীর মতো, তোমায় চলে যাও?
বলেছি তোমায় কতো করে, আমায় একটু নাও।
আকাশ পানে দেখি যখন, তারা জ্বলে হাজার
তোমার সাথে কথা হবে, চাঁদনী রাতে আবার।
ভাবলে তোমায় হৃদয়-মাঝে, কাঁপন লাগে ভারি
আসছো তুমি চাক্কু হাতে, এখন কি-যে করি।
আর কখনো বলবো না, করো নাকো আড়ি
বললে তুমি রেগে গিয়ে, পিঠে দিও ছড়ি।
তোমার কথা শুনলে সবাই, তাকায় ঈর্ষা নিয়ে
বলছি তোমায় শোনো প্রিয়ে, করবে আমায় বিয়ে?
বলো যদি তুমি, ফিরে যাও- ভুল করেছি
তবুও আমি বলবো তোমায়, প্রেমে পড়েছি।
ভুল করেছি ক্ষমা করো, কানটা ধরো না।
সুন্দর তুমি অনেক ভাল, দেখি যখন তোমায়
কাছে আসলে ভয় দিওনা, সাহস দিও আমায়।
চাঁদের শোভা বদনে তোমার, দেখি আপন মনে
দূরে বসে ভাবছি তোমায়, কোন এক শুভক্ষণে।
তোমার কথায় যাদু আছে, কাছে টানে আমায়
আর কয়টা দিন সবুর করো, দেবো তোমায় সময়।
তোমার রূপের মায়ায় পড়ে, দিগন্ত গেছি ভুলে
তরী নিয়ে এসেছি তাই, নেবো তোমায় তুলে।
যাবে তুমি আমার সাথে, দুরে ওই নদী?
থাকবে তুমি পাশে বসে, সন্ধ্যা অবধি।
রূপসী, তুমি শশীর মতো, তোমায় চলে যাও?
বলেছি তোমায় কতো করে, আমায় একটু নাও।
আকাশ পানে দেখি যখন, তারা জ্বলে হাজার
তোমার সাথে কথা হবে, চাঁদনী রাতে আবার।
ভাবলে তোমায় হৃদয়-মাঝে, কাঁপন লাগে ভারি
আসছো তুমি চাক্কু হাতে, এখন কি-যে করি।
আর কখনো বলবো না, করো নাকো আড়ি
বললে তুমি রেগে গিয়ে, পিঠে দিও ছড়ি।
তোমার কথা শুনলে সবাই, তাকায় ঈর্ষা নিয়ে
বলছি তোমায় শোনো প্রিয়ে, করবে আমায় বিয়ে?
বলো যদি তুমি, ফিরে যাও- ভুল করেছি
তবুও আমি বলবো তোমায়, প্রেমে পড়েছি।
নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
ReplyDeletewww.valobasargolpo2.xyz