একাকী পথিক
আমার কি আছে আর কিবা দেব তোমায়
আমার কিছুই নেই সঞ্চিত,
আমি রিক্ত, প্রেমের বেদনা অশ্রুতে সিক্ত।
বঞ্চিত সকল সুখ থেকে;
তাই প্রেমের চিন্তা করিনা-
ভালবাসা সেতো যন্ত্রনা।
সবাই ছল-চাতুরীতে মেতে উঠেছে,
কোন আসল হিরার সন্ধার মেলেনা,
তাই প্রেমের কথা ভাবি না।
অনেক ভেবেছি,
আনেক দেখেছি,
আবশেষে আমি নিজেই লজ্জিত
যতটুকু রেখেছিলাম জমা,
তা এখন অশ্রুতে হয়েছে পরিণত;
আমি ঘৃণিত, আমি কলুষিত
সর্ব সত্ত্বা জুড়ে, মূল্যহীন বালুকা।
ভালবাসা-আদর মায়া
আমায় ছেড়ে চলে গেছে বহুদূর,
তা আর ছুঁয়ে দেখে না স্বপ্ন মায়ায় মধুর;
শুধু আঁখি পাতায় অশ্রু ঝরে সারা-দিন-দুপুর।
তাই লাঞ্চনায় জর্জরিত,
সর্বত্র অবহেলিত
একা-নিঃস্ব-অসহায় জীবনের একাকী পথিক
একটু আলোর অপেক্ষায় দিন গুনে যাই।
আমার কি আছে আর কিবা দেব তোমায়
আমার কিছুই নেই সঞ্চিত,
আমি রিক্ত, প্রেমের বেদনা অশ্রুতে সিক্ত।
বঞ্চিত সকল সুখ থেকে;
তাই প্রেমের চিন্তা করিনা-
ভালবাসা সেতো যন্ত্রনা।
সবাই ছল-চাতুরীতে মেতে উঠেছে,
কোন আসল হিরার সন্ধার মেলেনা,
তাই প্রেমের কথা ভাবি না।
অনেক ভেবেছি,
আনেক দেখেছি,
আবশেষে আমি নিজেই লজ্জিত
যতটুকু রেখেছিলাম জমা,
তা এখন অশ্রুতে হয়েছে পরিণত;
আমি ঘৃণিত, আমি কলুষিত
সর্ব সত্ত্বা জুড়ে, মূল্যহীন বালুকা।
ভালবাসা-আদর মায়া
আমায় ছেড়ে চলে গেছে বহুদূর,
তা আর ছুঁয়ে দেখে না স্বপ্ন মায়ায় মধুর;
শুধু আঁখি পাতায় অশ্রু ঝরে সারা-দিন-দুপুর।
তাই লাঞ্চনায় জর্জরিত,
সর্বত্র অবহেলিত
একা-নিঃস্ব-অসহায় জীবনের একাকী পথিক
একটু আলোর অপেক্ষায় দিন গুনে যাই।