একটি ঝড়ের রাত
সীমান্ত পেরিয়ে সুদুর আকাশে মিশে গেছে অনুভুতি,
অক্লান্ত সমীরন উদাস বৃক্ষে শিহরন জাগায়,
অতৃপ্ত মন শুষ্কতায় তৃষ্ণার্ত
বারি স্নানের অমোঘ আশায়।
আমি নিরাশার অন্ধকারে
দুচোখের অশ্রু বিসার্জনে ব্যস্ত!
হৃদয় বিগ্রহে যে ছবি বিলুপ্তপ্রায় তাই ঝরে পড়ে তৃণের অগ্রে,
পুষ্পিত মুকুল নিভু প্রদীপে অঞ্জলি নিবেদন করে বিক্ষুব্ধ অন্তরের বাসনায়।
হঠাৎ রাত্রি নিঝুম আকাশতারা অঘোরে ঘুমিয়ে পড়ল,
পুনঃবার ঝড় উঠবে
বিহ্বলে আত্মহারা মন সিক্ত অশ্রুপাতে
অব্যক্ত স্বপ্নাধার বিচ্ছেদের সুর বাজায়।
কেমন খেলা! খেলা ঘরের ওহে প্রভু
জীবন্ত ভাবনা সকল মৃতঃপ্রায় অস্তিত্বে
ক্ষত তৈরী করে,
আগুন উৎপন্ন করে অস্তিমজ্জায়।
আমি অনধিক রিক্ত, উক্ত বেদনায়
বিগলিত নেত্রদ্বয়ের তুষার সিক্ত স্মৃতিময় ভালবাসা বিচলিত করে অন্তর
আজ ভেবেছি তাই মিলনে অকর্ষৎ!!
২৬/০৭/২০১৭