Tuesday, April 14, 2015

O He Niranjon! - ওহে নিরানজন (Pohela Boishak-পহেলা বৈশাখ)

বক্ষ অতলে নিভৃতে কি বলে! শুধাইনি মম অন্তরাত্মাজন-
-হৃদয় সপেছি তব প্রনয়ে ওহে নিরানজন

আসিবে ফিরে ভঙ্গুর তনয়ে নীলাম্বরী
নব অন্তরাত্মা জড়ায়ে বিলাপকারী
সুপ্ত হিয়া, অতৃপ্ত বাসনায় করিছে সমার্পন
যিনি সৃষ্টির সমীপে করিছে ধরাকে আলিঙ্গন

অচেনারে চিনি নাই ডাকিনাই নিরজনে
জ্ঞান-বুদ্ধি বিলোপ-কায়ে শক্তিহীন হইল -সাধনে
ওহে দিবাকর -কি তব তিরস্কার?
কণ্ঠ শুকাইছে ধীর-মস্তিষ্ক
দেখিনু জনম জনম ভর

আমি অস্থির চিত্তে মুদিত নয়নে
ভিক্ষা মাঙ্গি নব ঊষার প্রভাতে,
দীনজন- আধার করিও না-
নব প্রদীপ জ্বালায়ে, ছিনু অপেক্ষায়
তব বন্দন-সঙ্গিতে

পুষ্প কাননে নৃত্য আগামী করিবে কাল
সংশয়ে নিজ মতি, অকালে অখ্যাতি
চাহেনি চার-অঙ্গুলি ভাল

-কালে দেহ মোরে খ্যাতির স্বর্ণ মুকুট
যেন অসাধু বুঝিতে না পারে
নিঠুর বৈভবে ঠাঁই দিও মহাজন,
ছিন্ন পত্রে লিখিনু এই চিরকুট

আলোর বেদিতে সোনায় খোদিত নাম
ওহে নিখিল স্বরূপ তব
সর্বত্র বিরাজমান
নির্ভুলে যেন করিতে পারি সম্মান;
আর ভাঙিয়া দাও যতটুকু কুড়ায়েছি বদনাম

আমি আলোর পুজারী জ্ঞানের আহারি
অতি ক্ষুদ্র-সুক্ষè তব প্রনয় ভিক্ষারি,
চাহে ভিক্ষা করুনাভরে
-নিলাজ অহংকারী-
আমি অদ্ভুত কিম্ভুতে অবিশ্বাসী,
তব প্রনয় শিকারী


No comments:

Post a Comment

Last 7 Days!

App