Saturday, March 23, 2013

Maan-oviman -মান-অভিমান


মান-অভিমান

তার কথাটি নীরবে ভাবি যখন মধ্য রাত্রি
ভিড়ের মাঝেও দাঁড়িয়ে থাকি হয়ে একা যাত্রী
হাত দুখানা বাড়িয়ে দিলেও ধরে না সে দেখে
ভিনদেশির হাতটা ধরে আমার হাতটা রেখে

আঁধার যত ঘনিয়ে আসে বাড়ে তত জ্বালা
বন্ধু-আমার মনের সাথে করে নিঠুর খেলা
তাকে দেখার ইচ্ছে জাগে নিজেকে লাগে একা
দিনের আলোয় খুঁজি তাকে যায় না তবু দেখা

দেখলে তাকে চেয়ে থাকি সকল কিছু ভুলে
স্বপন-ঘোরে পেলেও দেখা, দিনে যায় চলে
সে আমার পরাণ পাখি চাঁদনি রাতের শশী
সকল ভুলে তারি জন্য ধরবো সদা মশী

আকাশ জুড়ে তারার খেলা নদী দেখি শান্ত
তাকে পেলেই খুঁজে পাবো আমার আদি অন্ত



1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!