Friday, January 20, 2017

Nirsobda Achor Kata - নিঃশব্দে আঁচড় কাটেনিঃশব্দে আঁচড় কাটে প্রেমের স্মৃতি,
অন্ধকারে জানায় আকুতি
ফিরে আসার প্রর্থনায় লোমকুপে শিহরণ জাগায়
সবই তোমারই প্রতি

স্নিগ্ধ সে-সময় প্রলয়ে ভরাডুবি
অথৈ জলের আস্তরণ
উন্মুক্ত হল মিথ্যে প্রনয়ের আবরণ

স্মৃতি, বিস্মৃতির রঙ্গমেলায় স্তব্ধ
তবু কিছু কিছু আঁচড় কাটে নিঃশব্দে
নিরালা গোপনে,
সে-ক্ষতি করেনি পর, করেছে আপনে

No comments:

Post a Comment

Last 7 Days!

App