Wednesday, January 18, 2017

Nirsobder Joy - নিঃশব্দের জয়


শব্দ কখনো কখনো নিঃশব্দের নিকট হার মানে
গহীন হৃদয়ের চোরা কান্না নিঃশব্দে অশ্রু বিসর্জন করে,
সেখানে বাইরের হাত-তালি কখনো পৌঁছায় না

অনন্ত অসীম সময়ের কাঁটায়
কিছু কিছু স্বপ্ন লুকিয়ে থাকে নিঃশব্দে
আরো কিছু নিষ্ঠুর বেদনার স্তর,
না কেউ ছুঁতে পারে আর না কেউ বুঝতে পারে
তাই মাঝে মাঝে হৃদপিন্ড অচল হয়ে যায়,
কম্পন স্থীর ও মলিন হয়ে পড়ে
আর হঠাত্ এন্টিনার তার ছিড়ে গেলে
মুখ থুবড়ে পড়ে-
কোনো শব্দ থাকে না, থাকে নিঃশব্দ

জীবনের প্রতি মুহুর্তে হৃদয়ের লেনাদেনায়
কেউ ঠকছে আবার কারো কারো জিত-
সীমিত জীবনের গন্ডিতে, তাই
আহত পাখির মত ডানা ঝাঁপটায়
বুকের খাঁচার পাখিটা-
শুধু শব্দ থেমে যায় নিঃশব্দের নিকট হার মেনে
No comments:

Post a Comment

Last 7 Days!

App