Sunday, August 18, 2013

Ajanay Pari ( অজানায় পাড়ি )

অজানায় পাড়ি


তোমার ঠিকানা আমার জানা নেই-
বাইর দুয়ারে শুধু কড়া নেড়ে যায়
             অচেনা লোক;
জেনেছি যেটুকু,
তাতে ঘর বাঁধা যায় না,
তাতে কাছে আসা যায় না।
কারণ, আমার ডাক তুমি শুনতে পাবে না,
তোমার আমার মঝে অনেক দুরত্ব-প্রাচীর-

কিভাবে ডাকবো তোমায়?
তুমিতো দাওনি তোমার ঠিকানা,
শুধু আমারি কথা ছিল,
       ছুটে যাওয়ার।

আশার প্রহর গুণে দেখা মেলে না,
মেলে না তোমার সৌরভ;
ফিরে এসেছি তাই রিক্ত হাতে,
আপন ঠিকানায়,
      আপন কুঠিরে।


3 comments:

  1. বাইর দুয়ারে কে কড়া নেড়ে যায়?
    অসাধারণ------

    ReplyDelete
  2. অত্যন্ত সুন্দর হয়েছে। আরো লিখবেন দয়া করে।

    ReplyDelete

Last 7 Days!