Saturday, August 31, 2013

Asechi Fira ( এসেছি ফিরে )

এসেছি ফিরে


আমি বাদল ধারায় দেখেছি তোমায়
উন্মুক্ত খাঁচার পাখি রূপে
তোমার ঘরের শিখরে রাখা শিমের মাচানে,
জোছনার প্লাবন ঘটে যেথায় বারেবার।

আমি ঘুরে, ফিরে এসেছি
সমুদ্র-কিনার হতে,
তোমার স্বপ্নীল বাসনা পুরিতে;
কোথাও প্রাচীর দিওনা এঁকে

তোমার আমার মাঝ বরাবর।

আমি, এখানেই ঘুমোবো,
পাতায় জড়ানো আদরে
বাদলের রিনিঝিনি নুপুর পায়েতে
তুমি বসিও মস্তক নত করে।

কোথাও এক টুকরো শুষ্ক নেই
স্পর্শ-শীতল বর্ষন ধারার কোলেতে,
নন্দিত বিজলীর চমকে তুমি
আছড়ে প'ড় এ কোমল দু'টি বাহুতে।


3 comments:

  1. আজ তোমায়
    নয়ন ভরে দেখে
    নিলাম

    ReplyDelete
  2. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!