Thursday, August 1, 2013

Asomo Prem (অসম প্রেম )

অসম প্রেম

বয়স একত্রিশ- তুমি আমার প্রিয়তমা
ভালবেসে বসাইনি দাড়ি, বসিয়েছি কমা।
তুমি আমার প্রিয়তমা, তুমি যে প্রাণ
আশায় বেধেছি বুক, ভালবাসার টান।

বয়স একটু বেশি- দিলে না মূল্য আমায়
কি-বা এসে-যায় - ভালবাসি শুধু তোমায়।
তোমায় দেখে পাগল- সমুদ্রের বুকে ঢেউ
এ ভালবাসা তোমায় দিতে পারবে না কেউ।

বয়স একুশ- আমি তোমার প্রিয়তম
তাই তোমাকে, এটাই কি শুধু ভ্রমো।
আমি তোমার প্রিয়তম, শূন্য হাত ফেরালে
মানুষ মনে হয়নি, তুমি এ-কি করলে।

বয়স একটু বেশি, মেনে নাওনি হৃদয়ে
শুনেছো...! ভালবাসা মানে না বয়স- এরূপ যুদ্ধ জয়েও।
বীর সে-তো বীর, বয়সে কি এসে-যায়
মর্যাদা দিলে না, এইরূপ ছোট্ট তারকায়।

ভালবাসার সম্মুখে দাঁড় করালে দেয়াল
হৃদয় থেকে ভাবো, বশে নয়তো খেয়াল।
ভালবাসি শুধু, দেখিনি বয়স তোমার
এটা অপরাধ, বলেছো তুমি- প্রার্থী ক্ষমার।

কেন তুমি ভালবাসা- মন দিলে বিধাতা
মন যদি তুমিই দিলে, তুমিই হবে ত্রাতা।
একত্রিশ, ভেবে দেখ অন্তরায় গোপনে
বিয়ে ক'রো পঁয়ত্রিশ, আমায় রেখে মরণে।


2 comments:

  1. ভালবাসি তোমায়

    ReplyDelete
    Replies
    1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
      www.valobasargolpo2.xyz

      Delete

Last 7 Days!