Thursday, May 16, 2013

Chatok-চাতক


চাতক

বসন্তের নির্জন রাতে এক চাতক পাখি ডাকে উর্ধ্বমুখি
এক ফোঁটা জলের অপেক্ষায়
ভেবে ভেবে আকুল প্রাণ কেঁদে ফেরে আঙিনায়-
সেথায় দাঁড়িয়ে থাকা হুতুম পেঁচারা বলে
বেশ হয়েছে বেশ হয়েছে, কে যেতে বলেছে তোকে খেঁয়ায়

আহত হৃদয়ে চাতক ডাকে পুনরায়-
বলে,
আজিকের এদিনে কাকে বোঝাই মোর হৃদয়ের বেদনা
আঁখি যুগল সিক্ত অশ্রজলে

উদাস নয়নে মেঘমালা জানিয়েছে সমবেদনা
তাইতো আজ তারা কাঁদছে আর বলছে,
হে চাতক নওজোয়ান পিছে নয় অগ্রসর হও,
হুতুম পেঁচার ভয়ে মুখ থুবড়ে পড়োনা
আজ না মানলেও
রাতের আঁধারে মানুষ তোমাকে নিয়ে ভাববে,
বলবে ওই দেখ চাতক পাখি ডাকছে প্রিয়ার জন্য
গভীর রাতে যখন বাঁশ বাগানের ফাঁকে চন্দ্র উঁকি দেবে
তখনও তোমাকে নিয়ে মানুষ ভাববে,
বলবে ওই দেখ চন্দ্রিমা একা একা দেখছে তোমাকে

তোমার ব্যথিত হওয়ার তো কোন কারণ নেই,
তুমি নির্মল প্রকৃতির মাঝে বিচরণ কর
আর দেখিয়ে দাও চাতক
তোমার ডাকে প্রকৃতিতে বৃষ্টি নামে







No comments:

Post a Comment

Last 7 Days!