Thursday, May 23, 2013

Josna Senan -জোছ্না স্নান


 শ্রাবণের ভরা পুকুরে
রাতের জোছ্না খেলা করে বেড়ায়ভরা পুকুরের
মুগ্ধকর জল চাঁদের মিতালির এমন রাতে
সখি পাশে থাকতে মন চায়- নিবিড় আলিঙ্গনে

তোমার চিকন সুরের মহিমা
মোহনিদ্রায় শায়িত করবে আমাকে
আর মাধবী ফুলের সুবাস কেড়ে নেবে
সকল দূষিত বাতাস
জোছ্না রাতের অতল সাগরে
স্নান করতে কোন বাঁধা নেই,
দিক ভোলা বিবাগীর মত হারিয়ে যেতে ইচ্ছা করে
ভরা পুকুরের জলে দেহ ভাসিয়ে
সাঁতরে তুলে এনেছো যে পদ্ম,
তার মূল্য অতি তুচ্ছ তোমার হাসির নিকট-
তোমার মায়বী নেত্রদ্বয়ের চাহনি
ব্যাকুল করে রাত জাগা ঐ পাখিকে

অদূরে দাঁড়িয়ে দেখেছি কি তোমার হৃদয়
কাঁপান ঠোঁটের ফাঁকে লুকিয়ে থাকা যত কথা
তবুও যাইনি তোমার সম্মুখে কইতে কথা, শুধু
তোমার মুখ ফুটে বলার অপেক্ষায়


No comments:

Post a Comment

Last 7 Days!

App