বৃক্ষরাজি কোন কথা বলেনি
শুধু নিরব নয়নে তাকিয়ে রইলাম তোমার পানে।
দুই একটা শালিক পাখি জোড় বেঁধেছে
কইছে মধুর সুরে কথা-
পুকুর পাড়ে ঢেউ লেগেছে
যুবদের সাঁতারের।
এলো চুলের উর্বশী- তুমি অনন্যা,
হাসিতে যেন মুক্ত ঝরানো তরঙ্গ
গাছ পাতারা দোলা দিয়ে
জানিয়েছে তার অনুভূতি।
কারুকার্য মন্ডিত তব আবরণটি
করে মুগ্ধ-
ধীর লয়ে যে পথে হেঁটে এসেছো
সে জানিয়েছে তোমার কোমল পায়ের
পরশের কথা।
সবুজ বলেছে দেখ শ্যামলীমা নাচে।
তোমার হাতের শিরায় রয়েছে,
নীল রঙের ছটা আর পায়ের পাতায়
রক্তিম মেহেদী।
ভবিষ্যত ফুটে উঠেছে নয়ন সম্মুখে,
চোখ দুটি ঠোঁটকে জানিয়েছে
না বলা কথা।
অনেক কষ্টে আকাশকে একটু দেখেছিলাম
সেখানে কোন সৌন্দর্য্য খুঁজে পেলাম না।
তোমার দ্রুত ফেরায় চারিদিকে দেখিনি কিছু
বন্দি করেছিল ভাবনা।
তাই মনের মাঝে গোপন কথা
উঁকি দিয়ে বলে-
আর একটু না হয় রইতে মোর পাশে।
Every people have secret things.
ReplyDelete