Saturday, May 18, 2013

Asar Dhoni -আশার ধ্বনি


তুমি ভাবছো কেন! দেখো আকাশটা নীল হয়েছে,
সবুজ হয়েছে প্রকৃতি আর সমুদ্র হয়েছে শান্ত
যে জলরাশিতে মৎস করে অবাধ বিচরণ, দেখো
মুক্ত বিহঙ্গ কেমন উড়ে বেড়ায় ডানা মেলে নীল আকাশে

তুমি কাঁদছো কেন! দেখো পাখিরা গান গাইছে,
ধানের শীষে লেগেছে দোলা, কৃষাণীরা কোমল পরশ
বুলিয়েছে তাদের অঙ্গে, সোনলী রঙ চিক চিক করছে,
তুমি দেখলে সকল অতীত ভুলে যাবে

তুমি বেদনাতুর কেন! দেখছো না নদী তীরে
সাদা বক কেমন খেলা করে, তাদের মাঝে কি হৃদ্যতা,
সাদা ডানার বাতাসে তৃণ যেন নুয়ে যায়, দেখো দেখো
সরু পায়ে কেমন হেলে দুলে চলে

তুমি হতাশাগ্রহস্ত কেন! দেখো মাছরাঙা কেমন
ধ্যানে বসেছে, কোকিল মিষ্টি সুরে গান গাইছে ওই কাননে,
তুমি তাকিয়ে দেখো রংধনু কেমন সেজেছে সাত রঙে
আর পৃথিবীকে রাঙিয়েছে রেখা টেনে

তুমি তৃষ্ণার্ত কেন! ঐ দেখো দোয়েল পাখি শীষ দিচ্ছে,
পলাশ ফুটেছে গাছের শাখায়, তরুণ অরুণ উঠেছে পূর্ব দিগন্তে,
পাখিরা কেমন চঞ্চল হয়ে উঠেছে মধুর স্বরে
আর সকল জড়তাকে ভেঙে দিয়েছে

তুমি বিরহিনী কেন! দেখছো না রাতের তারা
কেমন ঝলমল করছে, বাদুড়েরা ছুটে চলেছে দল বেধে,
ঘরে ঘরে জ্বলছে লাল-নীল প্রদীপ শিখা
আর ঝিঁঝি পোকার গান

যাওÑকষ্ট ভুলে, তাকাও ধরণীর পানে,
সকল কিছুতেই রয়েছে প্রাণের উচ্ছ্বাস-উদ্যম,
তোমার স্মৃতির কোঠরের সকল বেদনাকে
আছড়ে ফেলে দাও অতীত গর্ভে
আর কখনো হাতড়ে দেখনা-
সবুজ তো রয়েছে তোমার পাশে

1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!