Wednesday, May 22, 2013

Birohini -বিরহিনী


বসন্তের স্তব্ধ মধ্যরাতে তারা খচিত আকাশে
দেখি তোমার ছায়াপাহাড়ি ঝর্ণা ধারা
বয়ে চলে নদীর টানে আর নদী যায় মোহনায়
রূপসি তরুণী হেলে দুলে চলে
পাহাড়ি আঁকাবাঁকা পথে-
ভরা যৌবন তার উপছে পড়েছে দুচোখে
বসন্তের কোকিল মৃদু স্বরে ডাক দিয়ে যায়
তার হৃদয়ের আঙিনায়

দোলের পূর্ণ চাঁদে তার রূপের জৌলুস
স্নিগ্ধ করে ঝড় তোলে মন সমুদ্রে,
অধীর আগ্রহে বসে থাকা মধ্যরাতের চন্দ্র
তাকে হাত বাড়িয়ে ডাকে, তবুও সে ফিরে ফিরে যায়
তার সর্পিল চলনে সমুদ্রের জলরাশি উবছে উঠে
তাকে পেতে চায় কিন্তু গভীর রাতের নববধূর মত
আড়ামোড়া দিয়ে ওঠে তার হৃদয়ে

প্রতিনিয়ত একা সে ফিরে যায়Ñ
আশা তার পূর্ণ হয় না কলংকের  ভয়েবিবাহ বন্ধন,
তাকে আবদ্ধ করেনি তাই সে ফিরে যায় বারে বারে
একাকি নিঝুম রাতে ফুপিয়ে ফুপিয়ে অশ্রবির্সজনে
হৃদয়কে হাল্কা করে

1 comment:

  1. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!