Sunday, July 14, 2013

Ak Nodi Kosto ( এক নদী কষ্ট )

তোমার ছায়ায় মৃদু মায়ায় দেখেছি কতো সুখ
হৃদয় মাঝে মৃদঙ্গ বাজে আশায় বাঁধি বুক।
শুনেছি ওই প্রভাত কালে তোমার মুখের ভাষা
তোমার জন্য মৃত প্রাণ ফিরে পেয়েছে আশা।

রজনী তোমার কেমন কাটিছে শোনার মুখ নাই
অপরাধী আমি অনেক বড় ভাবছো তুমি তাই।
ভাল নেই তোমার শত্রু অবুঝ এই মন
কূল নায় কিনার নয়, আমি হারিয়েছি ধন।

একটি বাক্যে হৃদয় রাজ্যে নিয়েছিলে কতো কষ্ট
সেই ভাবনায় মনটা আমার হয়েছে পথো-ভ্রষ্ট।
ক্ষমা চাইবো প্রিয়ার পানে লাজে মুখ নত
হৃদয়ে আমার রক্ত ঝরে দিয়ে বুকের ক্ষত।

চায় যদি তোমার পানে অপরাধী এই মন
কষ্ট ভুলে আমায় তুমি করবে কী আপন?
আসতে চাই ফিরে আমি তোমার খুব কাছে
ফিরিয়ে দিও না তুমি, ভয় লাগে পাছে।

তোমার জীবনের শুভক্ষণে রাখবে একটু আমায়!
ক্ষমা ক হৃদয় থেকে দেবে কী খানিক সময়?
বাঁচতে চাই তোমার সাথে কষ্ট হলেও শত
মান ভুলে আমায় তুমি করো তোমার মত।

কষ্ট পেয়ে বুকের মাঝে আটকে যায় দম
কথা না কইলে তুমি, ব্যথা পাথর-সম।
তুমি বিনা শূন্য লাগে মনো-রাজ্যের অঙ্গন
ফেলোনা তুমি আমায় ফিরিয়ে দিয়ে মন।

চেয়েছি ক্ষমা তোমার নিকট দিবা-রাত্র ভাগে
তোমায় ছাড়া আমার জীবন বড়ো একা লাগে।
বলছি আমি ভুল হয়েছে হয়নি বলা উচিত
হৃদয়খানি ভাঙছে আমার বুকের পাঁজর সমিত।

ক্ষমা করো গো প্রিয়া ভুলে সব বিদ্বেষ
তুমি ছাড়া সময় আমার কাটে নাকো বেশ।
বারংবার পড়ে মনে সকাল-দুপুর সাঁঝে
আর তুমি কষ্ট দিও না এই হৃদয় মাঝে।

দাও না, দাও না অপরাধ ক্ষমা করে
পারছি না আমি আর, যাবো কিন্তু মরে।
কিছুই লাগে না ভাল তোমার কথা ভেবে
মুখটা ফিরিয়ে নিও না কষ্ট দিয়ে এভাবে।

আসে না ঘুম রাত্রি আমার ক্ষমা পাওয়ার আশায়
রাত পেরিয়ে ভোর হয় ক্ষমা করোনি আমায়।
আমি কতোবার বলবো তোমায় কষ্ট-হৃদয় নিয়ে
আশা আমার পুরেনি প্রিয়া সময় যায় যে বয়ে।

করো একটু দয়া মানবী, তুমি আমার প্রিয়া
রক্ত ঝরে ভেসে যায় আমার কোমল হিয়া।
করতে ক্ষমা আমায় তোমার এমন কী ক্ষতি
মরছি আমি ধুকে ধুকে পড়ছে মনে স্মৃতি।

আর কতবার বলবো, করেছি বড়ো ভুল
তুমি ছাড়া হারিয়ে গেছে আমার সব কূল।
কষ্ট হৃদয়ে ভাবছি তোমায় অনেক বেদনা নিয়ে
শান্তি দাও আমায় তুমি একটু ক্ষমা দিয়ে।

পারছি না বলতে আমি হৃদয় ছিঁড়ে যায়
পারলে আমায় ক্ষমা করো মনে যদি চায়।
সইতে পারি না হৃদয় ব্যথা, হয়ে গেছি নষ্ট
বুকে আমার বইছে ধারা এক নদী কষ্ট।







2 comments:

  1. এতো কষ্ট ------সত্যি মেনে নেওয়া যায় না।

    ReplyDelete
  2. নতুন নতুন কবিতা পেতে ভিজিট করতে পারেন আমার সাইটে
    www.valobasargolpo2.xyz

    ReplyDelete

Last 7 Days!